Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কৃত্রিম হৃদপিণ্ড তৈরি করলেন বিজ্ঞানীরা
বিস্তারিত

হৃদপিণ্ড ফেইল বা ব্যর্থ হয়ে প্রতিবছর অনেক রোগী মৃত্যুবরণ করেন। অনেক ভাবেই চেষ্টা করা হচ্ছে এর সমাধানের জন্য কিন্তু সবথেকে ভালো সমাধান হল যদি কৃত্রিম হৃদপিণ্ড বসান যায়। এছাড়া যাদের হৃদপিণ্ড গঠনগত ভাবে দুর্বল তারাও এই কৃত্রিম হৃদপিণ্ড দিয়ে তাদের জীবন রক্ষা করতে পারেন।
দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা কৃত্রিম হৃদপিণ্ড তৈরির চেষ্টায় আছেন। কিছুদিন পূর্বে কারম্যাট (Carmat) নামের একটি প্যারিসের কোম্পানি সেই কাজে প্রায় সাফল্যের কাছাকাছি চলে এসেছেন। তারা আশা করছেন যে এই বছরের শেষের দিকে হয়তো নতুন ধরণের এই কৃত্রিম হৃদপিণ্ড মানুষরা ব্যবহার করতে পারবেন। এটি তৈরি করতে প্রায় ১৫ বছরে সময় লেগেছে এবং অনেক দেশেই সাফল্যের সাথে এটি পরীক্ষামূলক ভাবে ব্যবহৃত হয়েছে। যদিও কারম্যাট এর পাশাপাশি বিশ্বের অনেক বিজ্ঞানীরাও চেষ্টা করছেন কৃত্রিম হৃদপিণ্ড তৈরির জন্য কিন্তু এর কিছু অনন্য বৈশিষ্ট্য একে সফল করেছে। নতুন এই কৃত্রিম হৃদপিণ্ডের ভিতরের আবরণ যেটি রক্তের সংস্পর্শে আসবে তা কি দিয়ে তৈরি হবে তা নিয়ে সবথেকে বেগ পেতে হয়েছে বিজ্ঞানীদের। বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় আবরণ ব্যবহার করে দেখা গেছে রক্ত জমাট বাধে যায়। কিন্তু কারম্যাটের বিজ্ঞানীরা ব্যবহার করেছেন জৈব কোষ আর এর ফলেই এই রক্ত জমাটা বাধা রোধ করা গেছে। শুধুমাত্র আমেরিকাতেই এক লাখ থেকে দেড় লাখ রোগী রয়েছেন যারা এমন কৃত্রিম হৃদপিণ্ড ব্যবহার করার জন্য অপেক্ষায় আছেন। আশা করা যায় নতুন এই কৃত্রিম হৃদপিণ্ড মানুষের অকাল মৃত্যু রোধ করতে পারেন এবং এখন যেমন হৃদপিণ্ডের পেসমেকার খুব স্বাভাবিক হয়ে এসেছে তেমনই স্বাভাবিক হয়ে রোগীরা সুস্থ জীবন যাপন করতে পারবেন।

 

তথ্যসূত্র:

  • http://www.nytimes.com/2013/07/14/business/the-artificial-heart-is-getting-a-bovine-boost.html?partner=rss&emc=rss

 

ভিডিও:

  • http://www.youtube.com/watch?v=O7N6-xuTArI
  • http://www.youtube.com/watch?v=7Rs1z9XigUA
  • http://www.youtube.com/watch?v=52N1spX_yvg
  • http://www.zimbio.com/watch/n4jKXHWDflC/Carmat+builds+artificial+heart/Reuters+Business+Video
  • http://www.youtube.com/watch?v=WbPhKDMmPaA
ছবি
ডাউনলোড