Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মহেশখালী উপজেলার তথ্য ও সেবা কেন্দ্রের উদ্দ্যোক্তাদের সহিত পল্লী বিদ্যুৎ অফিসের চুক্তি সম্পন্ন।
বিস্তারিত

এস.এম. রুবেল : মহেশখালী।
কক্সবাজার জেলাধীন মহেশখালী উপজেলার সকল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের সাথে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ বিল গ্রহণ সংক্রান্ত বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। গত ২২ আগষ্ট-২০১৩ইং তারিখে বেলা ১১ ঘটিকার সময় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব আনোয়ারুল নাসেরের উপস্থিতিতে উপজেলা নির্বাহী  অফিসারের কার্যালয়ে পল্লী বিদ্যুতের সহিত এ চুক্তি সম্পন্ন হয়। এ চুক্তির ফলে এখন থেকে মহেশখালী উপজেলার ইউনিয়ন ভিত্তিক সকল বিদ্যুৎ বিল ইউনিয়ন তথ্য ও  সেবা কেন্দ্র গ্রহণ করবেন। এর ফলে তথ্য ও  সেবা কেন্দ্রের উদ্যোক্তারা প্রতি বিলে পাবে ৩ টাকা করে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়তে আরো একধাপ এগিয়ে গেল মহেশখালী উপজেলার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র গুলো। এতে আরো উপস্থিথ ছিলেন, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম, বড়মহেশখালী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রর উদ্দ্যোক্তা সিরাজুল মোস্তাফা রুবেল, আবদুল হাকিম, হোয়ানক ইউনিয়নের উদ্দ্যোক্তা  মোঃ কাইছার উদ্দীন, শাপলাপুর ইউনিয়নের উদ্দ্যোক্তা গিয়াস উদ্দীন, ছোট মহেশখালী ইউনিয়নের উদ্দ্যোক্তা ওমর ফারুক, কালামারছড়া ইউনিয়নের উদ্দ্যোক্তা হাসিনা আক্তার, ধলঘাটা ইউনিয়নের উদ্দ্যোক্তা মোঃ গিয়াস উদ্দীন, মাতারবাড়ী ইউনিয়নের উদ্দ্যোক্তা আবদুল লতিফ এবং কুতুবজোম ইউনিয়নের উদ্দ্যোক্তা  আলা উদ্দীন।

ছবি
ডাউনলোড