Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে
Details
প্রাথমিক বিদ্যালয়ে আরেও সাড়ে সাত হাজার শিক্ষক নেওয়া হবে।


জুন-জুলাই মাসে নতুন বিজ্ঞপ্তি আসছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে শিক্ষক সংকট সমস্যার সমাধান করতে সরকার উদ্যোগ নিয়েছে।


এজন্য আরও সাড়ে সাত হাজার শিক্ষক শিগগিরই নেওয়া হবে।


এদিকে এর আগে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দুটি পরীক্ষার ফল শিগগিরই প্রকাশিত হবে।


মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রাক-প্রাথমিক শিক্ষাস্তরে প্রায় ১৫ হাজার সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য গত বছরের ১৫ নভেম্বর বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে সারাদেশ থেকে প্রায় ১০ লাখ ৬৫ হাজার প্রার্থী আবেদন করেন।


এ বছরের ১২ এপ্রিল ৮০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা ফলাফলের অপেক্ষায় রয়েছেন।


এছাড়া প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৭ হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় রয়েছেন। আগামী এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
- See more at: http://www.bengalinews24.com/education-&-campus/2013/05/22/5115#sthash.L3LRC11Q.dpuf
Attachments
Publish Date
04/07/2013