Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বড়মহেশখালী ইউনিয়ন

১। ইউনিয়নের আয়তন :১৪.১৬ বর্গমাইল।

২। মোট জনসংখ্যা : ৭০,৯৩৪জন।

(ক) নারী : ৩৫,৩২৬জন।   (খ) পুরুষ : ৩৫,৬০৮জন।

৩। মোট ভোটার সংখ্যা :

(ক) নারী :        (খ) পুরুষ :

৪। মোট পরিবারের সংখ্যা :

৫। মোট মৌজার নাম ও সংখ্যা :০৩টি।

(ক) বড়মহেশখালী।

(খ) ফকিরাঘোনা।

(গ) জাগিরাঘোনা।

৬। গ্রামের সংখ্যা :২৯টি।

৭। চাষাবাদী জমির পরিমান :মোট-৫৩২৬একর।

(ক) লবন মাট : ২৫০৩ একর।

(খ) ধান জমি : ১২১০ একর

(গ) পান চাষ : ৫৩০ একর।

(ঘ) বনভূমি : ১০৮৩ একর।

৮। শিক্ষা প্র্রতিষ্ঠান সমূহ :

(ক) মহাবিদ্যালয় : ০২টি। (সরকার অনুমোদিত)

(খ) উচ্চ বিদ্যালয় : ০২টি। (সরকার অনুমোদিত)

(গ) প্রাথমিক বিদ্যালয় : ০৯টি। (সরকারী)

(ঘ) প্রাথমিক বিদ্যালয় : ০২টি। (বেসরকারী)

(ঙ) দাখিল মাদ্রাসা : ০২টি।

(চ) এবতেদায়ী/ফোরকানিয়া : ১৯টি।

(ছ) ইউনিয়ন পাবলিক লাইব্রেরী : ০১টি।

(জ) ডাকঘর : ০১টি।

৯। ধর্মীয় প্রতিষ্ঠান :

(ক)মসজিদ : ৫৫টি।

(খ) মন্দির : ০৬টি।

১০। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র :০৭টি।

১১। চিকিৎসা কেন্দ্র/হাসপাতাল :

(ক) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র : ০১টি।

(গ) কমিউনিটি ক্লিনিক : ০৫টি।

১২। সমাজ কল্যাণ কেন্দ্র :০২টি।

১৩। ব্যাংক :০৪টি।

(ক) বাংলাদেশ কৃষি ব্যাংক।  (খ) গ্রামীন ব্যাংক। (গ) ব্যাংক এশিয়া (ঘ) গ্লোবাল ইসলামী ব্যাংক

১৪। পানি সরবরাহ ব্যবস্হা :

(ক) গভীর নলকূপ : ১৫টি।

(খ) অগভীর নলকূপ : ৮০টি।

(গ) পুকুর/জলাশয় : ২৬টি।

(ঘ) সরকারী খাল : ০৯টি

(ঙ) ব্যক্তিমালিকানাধীন : ১৭টি।

১৫। ইউনিয়ন পরিষদ ভবন :০১টি (নির্মানাধীন)

১৬। ইউনিয়ন বীজাগার :০১টি।

১৭। সমবায় ভবন :০১টি।

১৮। সমবায় সমিতি :

(ক) সরকার অনুমোদিত : ০৮টি।

(খ) অনুমোদন বিহীন : ১৫টি।

১৯। প্রধান পেশা :

(ক) লবন চাষ, (খ) ধান চাষ, (গ) পানচাষ,

(ঘ) মৎস্য চাষ, (ঙ) পশু পালন, (চ) হাসমুরগি পালন।

২০। ইউনিয়ন পরিষদের অধীনে স্থায়ী কমিটির সংখ্যা :১৩টি।

২১। ঐতিহাসিক নিদর্শন :০টি।

২২। শিক্ষার হার :৬৫%।

২৩। যোগাযোগ ব্যাবস্থা :

(ক) গ্রামীন রাস্তা : ১৫ কি.মি।

(খ) সড়ক আধাপাকা : ১৪ কি.মি।

(গ) পাকা সড়ক : ০৫ কি.মি।

(ঘ) বেড়ী বাধ : ০৫ কি.মি।

২৪। যোগাযোগের মাধ্যম :

(ক) রিকসা, (খ) টেক্সী, (গ) জীপ,

(ঘ) টমটম, (ঙ) সি.এন.জি।

২৫। হাট বাজার: ০২টি।

(ক) নতুনবাজার, (খ) রাস্তার মাথা বাজার।

২৬। খেলার মাঠ :

(ক) নতুনবাজার মাঠ।

(খ) বড় ডেইল মাদ্রাসা মাঠ।

(গ) মুন্সির ডেইল ঈদগাহ ময়দান।

(ঘ) নতুন বাজার সরকারী (প্রা:) বিদ্যালয় মাঠ।

২৭। মার্কেট :০৮টি।